ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় রোববার দুপুরে সালেক টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকাল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার উইবিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা কারখানার ওয়্যার হাউসেসহ পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের ২টি এবং গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট যুক্ত হয়। বিকাল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগুনে সুতা, জিন্স ফেব্রিক্স ও উইভিং মেশিন পুড়ে গেছে।

ads

Our Facebook Page